যদি
নিম্নের স্ক্রীনশটটির মত আসে তাহলে বুঝতে হবে জাভা ইন্সটলেসন সঠিক হয়নি।
এর কারন হল এখানে Java JDK এর পাথ সেট করা নাই তাই এই ম্যাসেজটি
দেখাচ্ছে। এখন আমরা জাভার পাথ সেট করবো
নিম্নে লক্ষ্য করুন জাভা কোথায় ইনস্টল হয়েছে C:\Program Files\Java
ক্
এখানে jdk এর ফোলডারটি লক্ষ্য করুন C:\Program Files\Java\jdk1.6.0_18
এই jdk1.6.0_18 ফোল্ডারটির অভ্যন্তরের ফাইলগুলো লক্ষ্য করুন
এখান bin নামের যে ফোল্ডারটি দেখা যাচ্ছে এর অভ্যন্তরের জাভার কম্পাইলিং এর জন্য ব্যবহারকৃত ইএক্সজি ফাইলসমূহ
Java JDK PATH সেটিং এর জন্য My computer>Property> Advance> Environment Variables এ ক্লিক করুন
User
variables for Administrator এর New তে ক্রিক করুন এবং নিম্নে প্রদশীত
স্ক্রীনশটের মত Variable name: PATH Variable value: C:\Program
Files\Java\jdk1.6.0_18\bin; আপনার পিসির Java JDK এর সোর্স পাথ দেখান।
উপরোক্ত স্ক্রীন শটে খুব সতর্কতার সহিত লক্ষ্য করুন Variable name: PATH
Variable value: C:\Program Files\Java\jdk1.6.0_18\bin; এর শেষে ;
(সেমিকোলন) দেয়া হয়েছে এটা যেন কোনক্রমে বাদ না পড়ে যায় সে দিকে সজাগ
দৃষ্টি রাখতে হবে।
OK করুন আবার OK করুন এবং পিসি রিস্টার্ট করুন
PC
অন হয়ার পর ডস প্রমোপটে যান এবং টাইপ করুন javac এবং এন্টার করুন, এন্টার
করার পর যদি নিম্নের স্ক্রীনশটটির মত আউটপুট আসে তাহলে বুঝতে হবে ava
JDK5/6 সঠিক ভাবে ইন্সটলেসন হয়েছে।
Java
JDK5/6 সঠিক ভাবে ইন্সটলেসন শেষ হয়েছে এবার আমরা একটি java editor
সিলেক্ট করবো যা দ্বারা খুব সহজে আমরা java এডিট , কম্পাইল করতে পারবো।
No comments:
Post a Comment